ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

সৌদির নতুন তেলমন্ত্রী খালিদ আল-ফালিহ

khalidসৌদি আরবের তেলমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন খালিদ আল-ফালিহ। তিনি আলি আল-নাইমির স্থলাভিষিক্ত হলেন।

স্থানীয় সময় শনিবার রাতে নাইমির অব্যাহতির খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আলি আল-নাইমি সৌদির অন্যতম প্রভাবশালী মন্ত্রীদের একজন ছিলেন। ১৯৯৫ সাল থেকে দেশটির তেল মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাইমি।

চলতি বছরের জানুয়ারিতে তেলের দাম এক দশকের মধ্যে সর্বনিম্নে নামে।
বিশ্বে তেলের দামের মন্দার প্রেক্ষাপটে সৌদিসহ আরব বিশ্বের অন্যান্য দেশ অর্থনীতিতে বৈচিত্র্য আনার বিকল্প কিছু দেখছে না। কিন্তু নাইমি তেলনির্ভর অর্থনীতি থেকে সৌদি আরবের বের হয়ে আসার পরিকল্পনার বিরোধী ছিলেন।

আরব নিউজের রবিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, খালিদ আল-ফালিহ আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতেও তেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে একটুও শঙ্কিত নন বলে জানিয়েছেন সৌদি তেল কোম্পানি আরামকোর সাবেক চেয়ারম্যান।

 

পাঠকের মতামত: