ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সৈকতে ওয়ালটন ফার্স্ট বিচ টেনিস টুর্নামেন্ট

1231e195-675f-4566-bd1c-810f3a021f4e-300x200প্রেস বিজ্ঞপ্তি ::

ওয়ালটনের পৃষ্ঠপোষকাতায় এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সার্বিক সহযোগিতায় কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ওয়ালটন ফার্স্ট বিচ টেনিস টুর্নামেন্ট। প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিন পুরুষ বিভাগে ৩টি ও মহিলা বিভাগে ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

পুরুষ এককে অমল রায় ৬-১০, ১০-৬ ও ১০-৮ গেমে রোকন উদ্দিন আহমেদকে; সাগর ৭-১০, ১০-৭ ও ১০-৮ গেমে মাহমুদ আলমকে এবং আনোয়ার হোসেন ১০-৬, ১১-৯ গেমে মনির হোসেনকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।

অন্যদিকে, মহিলা এককে আফরানা ইসলাম ১০-১২, ১০-৪ ও ১০-৬ গেমে জয়াকে এবং পপি আক্তার ১০-৬, ১০-১২ ও ১০-৭ গেমে শাহ সাফিনাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে সোমবার কক্সবাজারের লাবনী বিচে।

পাঠকের মতামত: