ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সেন্টমার্টিনে ৫ শতাধিক মানুষের চিকিৎসাসেবা দিল নৌবাহিনী

Saint-2_1ইমাম খাইর ::::
ঘুর্নিঝড় মোরা পরবর্তী প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ৫ শতাধিক মানুষের চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ বুধবার সকালে সেন্টমার্টিন বিএন উচ্চবিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে চিকিৎসা কার্যক্রম চালানো হয়। প্রাথমিক চিৎিসার পাশাপাশি সম্পূর্ণ ফ্রি ওষুধপত্র দেয়া হয়। এলাকাবাসী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে সেবা নেন।

১ জন ডাক্তারসহ মেডিকেল টীমে রয়েছেন মোট ৭ জন। সেবা দিতে তাদের কোন ধরণের ঝামেলা পোহাতে হয়নি।

মেডিকেলসেবা ও ত্রাণবাহী ৩১ সদস্যবিশিষ্ট নৌবাহিনীর একটি জাহাজ আজ সকালে সেন্টমার্টিনে পৌঁছে।বুধবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম থেকে রওয়ানা দেয়।

টীমে নেতৃত্ব দিচ্ছেন লে. কর্নেল ফারাবিহ।সাথে রয়েছেন নৌবাহিনীর সেন্টমার্টিন ফরওয়ার্ডবেচ ইনচার্জ লে. কর্ণেল আল আমিন।

স্থানীয় ইউপি সদস্য হাবীব খান সিবিএনকে জানান, সরকারের উচ্চমহলের নির্দেশে নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল সহায়তা টীম বুধবার সকালে পৌঁছে। বিকালে ৩টা থেকে ত্রাণ দেয়া হবে। মেডিকেল টীমের সার্বিক সহায়তায় রয়েছেন স্থানীয় কোস্টগার্ড স্টেশন কমান্ডার অনিক, চেয়ারম্যান নুর আহমদ, ইউপি সদস্য আব্দুর রব, হাজি আবদুস সালাম, নাজির হোসেন প্রমুখ

প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্ট সব বিভাগকে তৎপর থাকার নির্দেশনা দিয়েছেন। ‘মোরা’র আঘাতে এ পর্যন্ত প্রায় ২০ হাজার কাঁচা ঘরবাড়ি ও ৫ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ১ কোটি ৮৭ লাখ টাকার ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।

 

পাঠকের মতামত: