ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

সেন্টমার্টিনে ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলে আটক

টেকনাফ প্রতিনিধি :: সেন্টমার্টিন উপকূলের বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় মাছ ধরার ২টি ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) ভোর রাতে সেন্টমার্টিনের ৫৬ নটিকেল মাইল বাংলাদেশ জলসীমানার ভেতরে তাদের আটক করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. সাদ মোহাম্মদ তাইম।

তিনি জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় সেখান থেকে ২টি মাছ ধরার নৌকাসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আটক জেলেদের সেন্টমার্টিন হতে টেকনাফে নিয়ে আসা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত: