ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

সূত্রাপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

guli kore hottaনিজস্ব  প্রতিবেদক :::

রাজধানীর সূত্রাপুরে রাজিব হাসান (৩৮) নামের এক যুবলীগ নেতা গুলিতে নিহত হয়েছে। শুক্রবার রাতে সূত্রাপুর থানার ধোলাইখালের রোকনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজিব হাসান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ অর্থসম্পাদক ছিলেন বলে তার স্বজনেরা জানিয়েছেন।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার বলেন, রাতে রোকনপুরের সড়কে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন রাজিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় তিনটি গুলির চিহ্ন রয়েছে।

নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, কে বা কারা কেন তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
রাজিবের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি তপন চন্দ্র সাহা। তবে তিনি বলেন, রাজিব যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তিনি শুনেছেন।

পাঠকের মতামত: