ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মুজিবের শয্যা পাশে চকরিয়া আ’লীগের নেতৃবৃন্দ

চকরিয়া অফিস :::

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক চৌধুরীর শয্যা পাশে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ওইসময় আওয়ামীলীগ নেতারা মুজিবুল হক চৌধুরীর শারিরীক খোজখবর নেন। আওয়ামীলীগ নেতা মুজিব দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতে অবস্থান করছেন। এসময় নেতৃবৃন্দরা দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া করেন। গতকাল সকাল দশটায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার বাসভবনে গিয়ে দেখা করেন। একইদিন উপজেলা আওয়ামীলীগ নেতারা চকরিয়া কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিনের সাথে স্বাক্ষাত করেন। পরে উপজেলা আওয়ামীলীগ নেতা ছৈয়দ নুর মেম্বার ও হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের স্বাক্ষাত করেন নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার।

পাঠকের মতামত: