ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

সুরাজপুর তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও হেফজ খানার বার্ষিক সভা সম্পন্ন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
চকরিয়া উপজেলার সুরাজপুর তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা হেফজ খানা ও এতিমখানার বার্ষিক সভা সম্পন্ন । ২২ই জানুয়ারী(সোমবার) সকাল ১০টা মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করেন রামু এমদাদুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ আব্দুল হক। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ঢাকা থেকে আগত মুফতি ওবায়দুল্লাহ রফিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম। আরো আলোচনা পেশ করেন রামপুর মাদ্রাসার শিক্ষক আসাদ আলমগীর,কোরালখালী মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দু রহমান, হাফেজ মাওলানা নুরখান উদ্দিন।মাওলানা কবির আহমেদ, মাওলানা শামসুল আলম,মাওলানা আকবর আহমেদ।

কৈয়ারবিল পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হোছাইন সভাপতিত্ব করেন,
মাদ্রাসার সভাপতি মাওলানা আবদুল গফুর হুজুরের সার্বিক ব্যবস্থানায় অনুষ্ঠিত সভায় দেশবরেণ্য আলেমগণ আলোচনা রাখেন।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে,বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আল-কোরানের বিধান মেনে চলার আহ্বান জানান।

 

পাঠকের মতামত: