ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সিনহা হত্যা: ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালের জিজ্ঞাসাবাদ চলছে

শাহেদ মিজান, কক্সবাজার ::  মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ হত্যা মামলার আসামী টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলী ও এএসআই নন্দদুলালকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোকাম্মেল হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তদন্ত কমিটির আহবায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমানের নেতৃত্বে সকাল ১১টার দিকে তদন্ত দল কারাগারের ফটকে অবস্থান করেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও এএসআই নন্দদুলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিলো।

তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৭ আগস্ট) পৃথক পৃথকভাবে তাদের বক্তব্য গ্রহণ করবেন তদন্ত কমিটির সদস্যরা। এর আগে তাদের জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজারের পুলিশ সুপার কক্সবাজার, জেলা কারাগারের তত্ত¡াবধায়ক ও মামলার তদন্তকারী সংস্থা র‌্যাবকে চিঠি দেওয়া হয়।

পাঠকের মতামত: