ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ::ceo

দুদকের মামলায় সিটিসেলের সিইও মেহবুব চৌধুরীকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে শ্রীলঙ্কা থেকে ফেরার পর তাকে আটক করা হয় বলে শাহজালাল বিমানবন্দরের ওসি (ইমিগ্রেশন) সাইদুর রহমান জানিয়েছেন। গ্রেপ্তারের পর তাকে দুর্নীতি দমন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগ বুধবার একটি মামলা করে দুদক। ওই মামলায় মেহবুব চৌধুরী ছাড়াও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানসহ এ বি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকেও আসামি করা হয়।

পাঠকের মতামত: