ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

সারাদেশের প্রেসক্লাবে তথ্যমন্ত্রীকে ঢুকতে দেয়া হবে না

ino1ডেস্ক নিউজ:
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশের প্রেসক্লাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

রোববার দুপুর ১টার দিকে রাজধানীতে এক সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এ ঘোষণা দেন।

বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ এ সমাবেশের আয়োজন করে। সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে এ সমাবেশ হয়।

এ সময় বিএফইউজে সভাপতি বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সচিবালয় থাকবেন অসুবিধা নেই। কিন্তু তাকে প্রেসক্লাব ও ডিআরইউতে ঢুকতে দেয়া হবে না। সারাদেশের প্রেসক্লাবেও তথ্যমন্ত্রী ঢুকতে পারবেন না। সাংবাদিকদের কোনো অনুষ্ঠানে তিনি যেতে পারবেন না।

সাংবাদিকরা সচিবালয়ে বিট করবেন কিন্তু ৯ম তলায় তথ্যমন্ত্রীর কার্যালয়ে যাবেন না, তার বক্তব্য ধারণ করবেন না। কোনও বেসরকারি মিডিয়ায় তথ্যমন্ত্রীর বক্তব্য প্রচার করবে না। হাসানুল হক ইনু মশাল নিয়ে নৌকায় উঠেছেন বলেও এ সময় মন্তব্য করেন সাংবাদিক নেতা বুলবুল।

পাঠকের মতামত: