ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সাবেক মার্কিন দূতাবাস কর্মকর্তাসহ ২ জন খুন

xulhaz_110648ঢাকা: রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তদের হামলায় মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তাসহ দুজন খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার বিকালে রাজধানীর কলাবাগানে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত প্রটোকল কর্মকর্তার নাম জুলহাস মান্নান। তিনি সাবেক মন্ত্রী দীপু মনির খালাতো ভাই বলে জানা গেছে। অন্যজন জুলহাসের বন্ধু তনয়।

স্থানীয় লোকজন জানান, আজ বিকালে কলাবাগানের লেক সার্কাস রোডের ওই বাড়িতে নেভি ব্লু রঙের টি-শার্ট পরিহিত পাঁচজন হামলায় অংশ নেয়। হত্যাকাণ্ডের পর হামলাকারীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ ধ্বনি দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।

ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস সমকামীদের অধিকারের দাবিতে সোচ্চার ছিলেন। লিঙ্গসমতা প্রতিষ্ঠার পক্ষে ‘রূপবান’ নামে একটি সাময়িকী সম্পাদনায় যুক্ত ছিলেন তিনি।

ডিএমপির সহকারী কমিশনার রুহুল আমিন সাগর জানান, নিহত অন্যজনের নাম তন্ময় মজুমদার। তিনি জুলহাসের বন্ধু বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ বলছে, হত্যার ধরন দেখে মনে হচ্ছে হামলা পরিকল্পিত। পার্সেল দেয়ার নাম করে তারা ভবনে ঢোকে। পরে তারা দোতলায় গিয়ে কুপিয়ে দুজনকে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় ওই বাসার নিরাপত্তাকর্মীকেও কুপিয়ে আহত করে।

লেকসার্কাস রোডের আছিয়া নিবাস নামে ছয়তলা ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন জুলহাস। বাড়ির পাহারাদার সুমন জানান, বিকাল পাঁচটার দিকে সেখানে ৫-৬ জন দুর্বৃত্ত হানা দেয় । দুর্বৃত্তরা যাওয়ার সময় পারভেজ মোল্লা নামে আরেক পাহারাদারকে কুপিয়ে যায়। তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান সুমন। কপালের বাম পাশে কোপের জখম নিয়ে পারভেজ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

কলাবাগান থানার ডিউটি অফিসার গাজী নুর বলেন, খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবালের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গেছেন।

এদিকে হত্যাকাণ্ডের পর ওই বাড়ির সামনে শত শত উৎসুক মানুষ ভিড় করেছে।

 

পাঠকের মতামত: