নিউজ ডেস্ক ::
ডিএনসিসি এখতিয়ারাধীন সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা আগামী সাত দিনের মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে। তবে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য নয়।
আজ রবিবার ডিএনসিসির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ডিএনসিসির ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নম্বর রিট পিটিশনের আদেশ অনুযায়ী ডিএনসিসির এখতিয়ারাধীন সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক করা হয়েছে।
ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন সাংবাদিকদের জানান, আদালতের আদেশ না মানায় আপাতত সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সিটি এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান এ শর্ত না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত: