ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

সাতকানিয়া বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

সাতকানিয়া প্রতিনিধি ::

অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন সাতকানিয়া উপজেলা পরিষদে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল গফ্ফার চৌধুরী।

বিকাল আড়াইটার দিকে সাংবাদিকদের কাছে নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, সকালের দিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও দুপুরের দিকে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে।

কেন্দ্রে যেসব ভোটার যাচ্ছে তারা শুধু আঙ্গুলের ছাপ দেয়ার সুযোগ পাচ্ছে। প্রতীকের বাটমে আওয়ামী লীগের লোকজন চাপ দিচ্ছে। এজন্য নির্বাচন বর্জন করেছি।

পাঠকের মতামত: