সাতকানিয়া প্রতিনিধি :: চট্টগ্রাম জেলার সাতকানিয়ার নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে মোঃ আবদুস সালাম চৌধুরীকে (১৬৮২২)। নতুন ইউএনও মোঃ আবদুস সালাম চৌধুরী লালমনিরহাট জেলার বাসিন্দা ও বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান কর্তৃক গত ১৬ জুলাই স্বাক্ষরিত ৩৩৫ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে সাতকানিয়ার নতুন ইউএনও মোঃ আবদুস সালাম চৌধুরীসহ ৫ জন একই পদমর্যদার কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে নিয়োগ প্রদান করা হয়।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলমকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় বদলি করা হয়েছে।
পাঠকের মতামত: