লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ::
সাতকানিয়ায় অপহরণ হওয়া কলেজ ছাত্র সাদেক ছোবহান সাকিব (১৭) কে লোহাগাড়া উপজেলার সদরের বটতলী মোটর স্টেশনের এম কে বোডিংয়ের ৩০৪ নম্বর কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ ডিবি।
রবিবার (১৩ জানুয়ারি) রাতে পুলিশ অভিযান চালায়। সেই সঙ্গে অপহরণকারী মোহাম্মদ হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
ছাত্র সাকিব উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের করাইয়ানগর গ্রামের মো. ফৌজুল কবির ছেলে। ও চন্দনাইশের বিজিসি ট্রাস্টের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বাড়ি থেকে কলেজ যাওয়ার পথে নিখোঁজ হন।
সোমবার (১৪জানুয়ারি) দুপুরে ডিবি কার্যালয়ে এ ঘটনার ব্রিফিং করেন উপ-কমিশনার এস এম মোস্তাইন হোসাইন।
মোস্তাইন বলেন, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া এলাকার নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য বের হন সাকিব। বাসার সামনে থেকে তার খালাতো ভাই জাহাঙ্গীর অন্যত্র বেড়াতে যাবেন বলে সাকিবকে অজ্ঞাত স্থানে যান। এ ঘটনায় সাকিবের বাবা সাতকানিয়া থানায় জিডি দায়ের করেন। পরে টেলিফোনে সাকিবের বাবার কাছে ৫০ লাখ চাঁদা দাবি করা হয়।
পরে ডিবি অভিযান চালিয়ে লোহাগাড়া বটতলী বাজারের এম কে বডিংয়ের ৩০৪ নম্বর কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। সেই সময় একটি রিভালবার, দু’টি চাকু, ঘুমের ঔষধ, ১টি গামছা ও ১টি মাফলারও উদ্ধার করা হয়।উদ্ধারকৃত রিভালবারটি খেলনার বলে জানান ডিবি।
ডিবি আরও জানায়, মোট ৫ জন এ অপহরণের সঙ্গে জড়িত। তাদেরকে গ্রেফতার করার জন্য কাজ চলছে। সাকিব চন্দনাইশের বিজিসি ট্রাস্টের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পাঠকের মতামত: