ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদে সিইউজের বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম প্রতিনিধি :: প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের( সিইউজের) আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার(১৮ মে) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

সিইউজের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে চট্টগ্রামের সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

এতে অতিসত্বর সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

 

পাঠকের মতামত: