সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি সভাপতি জি এ এম আশেক উল্লাহ ও সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার বলেছেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি’র কমিটি বিলুপ্তির কোনো ঘটনাই ঘটেনি। বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনও কোথাও কোনো বক্তব্যে এমন কথা বলেননি।
তারা সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবাদপত্রে এমন দাবি করেছেন। তারা প্রতিবাদে জানিয়েছেন, “কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার, দৈনিক কক্সবাজার একাত্তরসহ কয়েকটি পত্রিকার সোমবার (০৭ এপ্রিল) সংখ্যায় প্রকাশিত ‘সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভায় কাদের গনি চৌধুরী / মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র কমিটি বিলুপ্ত ঘোষণা’ শীর্ষক সংবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দূর রহমান শাহীনের বক্তব্য বলে যে যা ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। একটি গুজব দল স্থানীয় মিডিয়াকে ব্যবহার করে মিথ্যা এই সংবাদ প্রকাশ করিয়েছে।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসির কমিটি বিলুপ্তির মতো কোনো বক্তব্য ও ঘটনা ঘটেনি। বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান শাহীন তার বক্তব্যে এই ধরণের কোনো বক্তব্য কিংবা কোনো সিদ্ধান্ত দেননি। তাঁর পুরো বক্তব্যের ভিডিও রেকর্ড রয়েছে।
যে সব পত্রিকা গুজববাজদের পাঠানো মিথ্যা ওই সংবাদ প্রকাশ করেছে তারা মিডিয়া হিসেবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সত্য বিষয় না জেনে একটি দায়িত্বশীল সাংবাদিক সংগঠনের বিরুদ্ধে এই ধরণের সংবাদ প্রকাশ মানহানিরকর ও আইনগত ভাবে শাস্তিযোগ্য অপরাধ।
পাঠকের মতামত: