ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

সাংবাদিকদের লেখনী ঘুমন্ত জাতিকে জাগ্রত করে: ডেপুটি স্পিকার

 
অনলাইন ডেস্ক :::14820759

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘সাংবাদিকদের লেখনী ঘুমন্ত জাতিকে জাগ্রত করে। ‘

একটি অবহেলিত সমাজকেও সাংবাদিকরা তাদের লেখার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার ও কথাবলার সুযোগ দিয়েছে। ‘

ডেপুটি স্পিকার রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের চার দশক পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  এর আগে সকালে মোঃ ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে সাংবাদিকদের একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের অডিটোরিয়ামে এসে শেষ হয়। 

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট শাহ আলম টুকুর সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণী সম্পাদক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা, মহিলা এমপি হেপী বড়াল, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, আইনজীবী সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।  পরে প্রেসক্লাবের প্রাক্তন ও বর্তমান সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

পাঠকের মতামত: