ঢাকা,শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

ছবিতে বামে হুমিকদাতা, ডানে সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, লামা ::
আবদুল হাকিম, বান্দরবান: বান্দরবানের ‘লামায় অবৈধ বালু উত্তোলনে বেপরোয়া যুবলীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক ইলিয়াছ সানিকে যুবলীগ নেতা আব্দুল হাকিম সোনামিয়া হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে সোমবার (২০ নভেম্বর) সাংবাদিক ইলিয়াছ সানি বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে লামা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৭৫৪।

অভিযোগে জানা যায়, সোমবার দৈনিক যুগান্তর পত্রিকায় ‌‘লামা অবৈধ বালু উত্তোলন বেপোয়ার যুবলীগ নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন দুপুর ১টা ১৩ মিনিটে এক আব্দুল হাকিম সোনামিয়া নামের আব্দুল হাকিম সোনামিয়া তার মুঠোফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, ইলিয়াছ সানি একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: