ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

সরকার আইনশৃঙ্খলা বাহিনীর জোরে টিকে আছে: মির্জা ফখরুল

যমুনা : সরকার মুক্তিযুদ্ধের সব চেতনা নস্যাৎ করে আইনশৃঙ্খলা বাহিনীর জোরে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সময় ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাতে আজ সকালে কুমিল্লা পৌঁছে বুড়িচং এলাকায় পথসভা করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছে দেশের মানুষ। গণতন্ত্র হরণ করে সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, দেশবাসীকে সাথে নিয়ে গণতন্ত্র রক্ষার লড়াই করতে হবে। একইসাথে আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এমন অনাচার বেশিদিন চলতে পারে না উল্লেখ করে ফখরুল বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন হবে।

পাঠকের মতামত: