ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

সরকারের বিরুদ্ধে বললেই রাষ্ট্রদ্রোহী বানানো হয়: ফখরুল

fakrul,,,নিউজ ডেস্ক::

আওয়ামী লীগ সরকারের চুরি, হত্যা, দুঃশাসনের বিরুদ্ধে কথা বললইে রাষ্ট্রদ্রোহী বানানো হয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 

মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এ সরকারের অধীনে গণতন্ত্র নেই। এমনকি জনগণের নিরাপত্তা নেই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উৎখাত করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জেড মর্তুজা চৌ. তুলা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ ওবায়দুল্লাহ মাসুদ, হরিপুর উপজেলা বিএনপির সভানেত্রী নাজমা পারভিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আইনুল হক প্রমুখ।

 

পাঠকের মতামত: