ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চকরিয়ার মালুমঘাট সড়ক দুর্ঘটনায় নিহত ৬পরিবার গৃহ পাচ্ছেন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাসিনার পাড়া এলাকায মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮টি জমিসহ গৃহ পাচ্ছেন। আজ ২২মার্চ মঙ্গলবার সকালে ওই সব ঘরের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জে পি দেওয়ান ।

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এর নির্দেশনা- মোতাবেক ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের তত্বাবধানে নিহতদের পরিবারের জন্য এসব ঘর বাস্তবায়ন করা হচ্ছে। চকরিয়ার ডুলাহাজারা নাথপাড়ার পাশে সরকারি খাস জায়গায় একসঙ্গে ৮টি গৃহ নির্মাণ কাজ শুরু করা হয়েছে ।

নির্মাণ কাজ শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন ।

পাঠকের মতামত: