ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

সরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

ডেস্ক নিউজ ::

সরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইন আবেদন কার্যক্রম চলবে। আগামী ১৭ ডিসেম্বর সারাদেশের সরকারি হাইস্কুলে ভর্তি পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২০ ডিসেম্বর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান জাগো নিউজকে জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। সে লক্ষ্যে আগামী ১৭-১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা ও ২০ ডিসেম্বর প্রথম শ্রেণির ভর্তি লটারি আয়োজন করা হবে।

পাঠকের মতামত: