ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

সম্পাদকদের ভুলে শেখ হাসিনাকে কারাবরণ করতে হয়েছিল: নাসিম

nasim..নিজস্ব প্রতিবেদক :::

ঢাকা: ওয়ান ইলেভেনের সময় কয়েকটি পত্রিকার সম্পাদকের ভুলে শেখ হাসিনাকে কারাবরণ করতে হয়েছিল। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ অভিযোগ করেন করেন।
এ সময় তিনি রাজনীতিবিদদের নির্যাতনের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘‘ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর চক্রান্ত করা হয়েছিল। কিছু অশুভ শক্তি ক্ষমতা দখল করতে চেয়েছিল। অতীতের অন্ধকার থেকে বেরিয়ে আসতে হলে, ওয়ান ইলেভেনের ঘটনা তদন্তে কমিশন গঠন করা উচিত। কমিশন গঠন করে এ কাজ যারা করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলেই আমি মনে করি, এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে।’’

পাঠকের মতামত: