ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সমুদ্রবার্তা’র প্রতিনিধি সভায় সম্পাদক অধ্যক্ষ ক্য থিং, অংসাংবাদিকরা সুন্দর জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

fvgfgচকরিয়া রিপোর্ট :::

গতকাল ২০ ফেব্রুয়ারী সকাল ১১টায় দৈনিক সমুদ্রবার্তার নিজস্ব কার্যালয় রাখাইন ডেভেল্যাপমেন্ট ফাউন্ডেশন (আর.ডি.এফ) ভবনে দৈনিক সমুদ্রবার্তার এক প্রতিনিধি সভা সমুদ্রবার্তা’র সম্পাদক কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্পাদক প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা সুন্দর জাতি গঠনে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সে লক্ষ্যে সাংবাদিকদের সমাজের যত অসংগতি, কুসংস্কার দূর করতে সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

সেটাই হোক সাংবাদিকদের একমাত্র পাথেয়। প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন, নির্বাহী সম্পাদক মোঃ জুনাইদ, বার্তা সম্পাদক কামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার ছৈয়দ নুর, চকরিয়ার স্টাফ রিপোর্টার জামাল হোসাইন, প্রতিনিধি আব্দুল করিম বিটু, রামুর স্টাফ রিপোর্টার অর্পণ বড়–য়া, পেকুয়ার স্টাফ রিপোর্টার এস.এম ছগির আহমদ আজগরী, টেকনাফ বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রতিনিধি জামাল উদ্দিন, সংবাদদাতা আয়ুব খান, মহেশখালী প্রতিনিধি ছালামত উল্লাহ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি এম. আবু শাহ্মা, অফিস সহকারী সাইফুল ইসলাম রাজন প্রমুখ।

পাঠকের মতামত: