ঢাকা,শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ বিতরণ

এম.মনছুর আলম, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বাস্তবায়নে ও ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সার্বিক সহযোগীতায় দিনব্যাপী কর্মশালা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আইআরসি প্রকল্প সমন্বয়কারী আনজুম নাহিদ চৌধুরীর সভাপতিত্বে এই কর্মশালা দুপুরে অনুষ্ঠিত হয়।

আয়োজিত কর্মশালা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

এতে বক্তব্য রাখেন, দু:স্থ স্বাস্থ কেন্দ্র (ডিএসকে) ফোকাল পার্সন ফজিলা খানম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৈয়ব আলী, চকরিয়া থানার ওসি’র প্রতিনিধি (এস আই) মো: শফিউল আলম, দু:স্থ স্বাস্থ কেন্দ্র (ডিএসকে) প্রজেক্ট ম্যানেজার নাছিমা শাহীন, আইআরসি কো-অর্ডিনেটর আসাদুজ্জামান ও উপকারভোগী ব্যাক্তিরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ভাগ্যে উন্নয়নে সমাজের মূলধারার মানুষের সাথে সম্পৃক্ত করতে হবে। প্রতিটি জনপদে প্রতিবন্ধী, দু:স্থ, হতদরিদ্র, ঝরেপড়া শিক্ষার্থী ও অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের চিহ্নিত করে নিজ নিজ অবস্থান থেকে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তাহলে দু:স্থ ও অসহায় বলে সমাজে কেউ নিজেকে আর ভাবতে পারবে না।

অনুষ্ঠানে সমাজে পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবন-মান উন্নয়ন ও তাদের কল্যাণে ২০ জন যুবকে সেলাইমেশিনসহ প্যাকেজ , ব্লকবুটিকস, মোবাইল সার্ভিসিং ও ইলেক্ট্রিক হাউজ ওয়ারিং উপকরণ বিতরণ করা হয়। এই কর্মশালায় শিক্ষার্থীদের অভিভাবক, শিশু সুরক্ষা কমিটির সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সরকারি-বেসরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এই কর্মশালার উদ্যোগে দু:স্থ স্বাস্থ্য কেন্দ্রের ভূয়সী প্রশংসা করেন।

পাঠকের মতামত: