ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

‘শোক দিবস নিয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা’

25241_obdঅনলাইন ডেস্ক :::

১৫ই আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ  দুপুরে গাজীপুরের কালীগঞ্জে আবদুল্লাহপুর-তেরমুখ- উলুখোলা সড়ক উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন,  কিছু মানুষ আছে একটি উপলক্ষ পেলেই চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজির ঘটনারোধে আমাদের প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি রয়েছে। শোক দিবসের ভাবগাম্ভীর্য নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ওবায়দুল কাদের বলেন, সড়কটি নির্মাণের ফলে আব্দুল্লাহপুর থেকে নরসিংদী পর্যন্ত শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হয়েছে।  বাস র‌্যাপিট ট্রান্সজিট চালু হলে আমাদের বিকল্প রাস্তার প্রয়োজন হবে। এই রাস্তাটি তখন বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে। এর আগে তিনি ফিতা কেটে ওই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১২ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা। এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদসহ  সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: