ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

শেষ পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুর কথাই সত্যি হলো

ssssssddবিবিসি : প্রায় দু’সপ্তাহ আগে থাইল্যান্ডের একজন বৌদ্ধ ভিক্ষু ভবিষ্যতবাণী করেছিলেন যে এবারে ইংলিশ ফুটবলের শিরোপা জিততে যাচ্ছে লেস্টার সিটি।

কিন্তু তার ভবিষ্যতবাণী এভাবে অক্ষরে-অক্ষরে মিলে যাবে সেটি অনেকেই ভাবতে পারেননি।

থাইল্যান্ডের শীর্ষ এক বৌদ্ধ ভিক্ষু ফ্রা প্রোমাংকালাচান এই ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি যখন এ ভবিষ্যতবাণী করেছিলেন তখনও লেস্টার সিটির চারটি ম্যাচ বাকি ছিল।

ইংলিশ ফুটবলের সর্বোচ্চ শিরোপা জিতল লেস্টার সিটি। ফুটবল পণ্ডিতরা লেস্টারের এই জয়কে ‘রূপকথা’ বলে বর্ণনা করেছেন।

লেস্টার সিটির মালিক থাইল্যান্ডের বিয়ার ব্যবসায়ী ভিচাই শ্রীভাদানাপ্রভা। তিনি এই ভিক্ষুর একজন শিষ্য। লেস্টার সিটি শিরোপা জিতবে কিনা সেটি জানতে ক্লাবের মালিক মি: ভিচাই বৌদ্ধ ভিক্ষুর দ্বারস্থ হয়েছিলেন।
Image copyright bbc
Image caption শিরোপা জিতল লেস্টার সিটি।

বৌদ্ধ ভিক্ষু যে ভবিষ্যতবাণী করেছিলেন সেটি ঠিকই সত্যি হলো। সেই অসম্ভবটি সম্ভব হলো। ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লীগ শিরোপা জিতল লেস্টার সিটি।

অথচ মৌসুমের শুরুতে যাদের জয়ের সম্ভাবনা ধরা হচ্ছিল পাঁচ হাজার বারে একবার।

সোমবার রাতের ম্যাচটি ছিল টটেনহ্যাম হটস্পার আর চেলসির মধ্যে।

অন্যদিকে গত রবিবার লেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যেকার ম্যাচটি ড্র হবার পর হিসেব দাঁড়িয়েছিল, চ্যাম্পিয়ন হবার জন্য টটেনহ্যামকে বাকী তিনটে ম্যাচ জিততে হবে।

কিন্তু সেই হিসেব গোলমাল করে দিল গত মৌসুমের চ্যাম্পিয়ন চেলসি। গত রাতের ম্যাচটি শেষ হলো ২-২ গোলের ড্র দিয়ে। ফলে টুর্নামেন্টের দুই ম্যাচ বাকী থাকতেই জিতে গেল লেস্টার।

পাঠকের মতামত: