অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসের সংক্রমণ রোধে শীতে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন না করার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর। তবে, বিয়ের আয়োজন করলে তা যেন একেবারেই সীমিত পরিসরে করা হয়। সোমবার (২রা নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম হয় এমন ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান বর্জন করার অনুরোধ করেন জাহিদ মালেক।
এ সময় ইউরোপ-আমেরিকার দেশগুলোর তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার কম বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
কয়েকটি হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে দুই জমজ শিশুর মৃত্যুর সাংবাদিকরা প্রশ্ন করলে স্বাস্থ্যমন্ত্রী জানান তিনি এ বিষয়ে কিছু জানেন না। এছাড়া নবজাতকদের জন্য হাসপাতালগুলোতে কতটি এনআইসিইউ রয়েছে এ প্রশ্ন করা হলে, কৌশলে প্রশ্নটি এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
পাঠকের মতামত: