ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিক্ষকের পায়ের নিচে ৪০ নম্বরের লিখিত উত্তর দায়িত্ব থেকে অব্যাহতি

indexটেকনাফ প্রতিনিধি :::

টেকনাফে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তার অভিযোগে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

জানা যায়, গতকাল ৯ ফেব্রুয়ারি সকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি ২য়পত্র পরীক্ষা চলাকালে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদাউস আলম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আবছার পরীক্ষার হল পরিদর্শনে যান। এ সময় কেন্দ্রে দায়িত্বরত টেকনাফ মলকাবানু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলামের পায়ের নিচ থেকে পরীক্ষায় ব্যবহৃত প্রশ্নপত্রের ৪০ নম্বরের লিখিত উত্তর পাওয়া যায়। পরে তাকে পরীক্ষা হল পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আবছার নিশ্চিত করেন।

 

পাঠকের মতামত: