ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

শনিবার খোলা থাকবে ব্যাংক-পুঁজিবাজার-সরকারি অফিস

66অনলাইন ডেস্ক ::: ঈদের ছুটির আগের একটি সরকারি কর্মদিবসে ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর শনিবার (নিয়মিত সরকারি ছুটির দিন) খোলা থাকছে ব্যাংক-বিমা সরকারি অফিস-আদালত।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ঈদ-উল আজহার তিন দিনের (১২-১৪ সেপ্টেম্বর) ছুটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বরকে ছুটি ঘোষণা করেন। তবে তার বদলে ঈদের ছুটির পর নিয়মিত ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়।

সে অনুযায়ী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ সেপ্টেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সরকারি অফিস আদালত খোলা থাকবে।’

এর আগেও গত ৭ জুলাই উদযাপিত ঈদ-উল-ফিতরের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা থাকায় ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল সরকার। এর পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখা হয়।

পাঠকের মতামত: