ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

লোহাগাড়া উপজেলায় বাবুল, ইব্রাহিম ,জেসমিন নির্বাচিত

লোহাগাড়া প্রতিনিধি ::  বহুল প্রত্যাশিত ২৪ মার্চ স্থগিত ৫ম লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন গতকাল ৩১ মার্চ রোববার চতুর্থ ধাপে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহ (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে মো: জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস) প্রতীক ৩৪ হাজার৩শ৩৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনীত খোরশেদ আলম চৌধুরী (নৌকা) প্রতীক পেয়েছেন ২৩ হাজার ৫শ৬০ ভোট ও মো: ছলিম উদ্দিন খোকন চৌধুরী (দোয়াতকলম) প্রতীক পেয়েছেন ৪ হাজার ৪শ১৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো: ইব্রাহিম কবির (টিউবওয়েল) মার্কা প্রতীক ২১ হাজার ৪শ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বান্দ্বি এম.এস মামুন (চশমা) প্রতীক ১৮ হাজার ৪শ৬১ ভোট, মো: মিজানুল রহমান মিজান(মাইক) প্রতীক ১২হাজার৯শ ২৩ ভোট ও আরমান বাবু রোমেল (তালা) প্রতীক ৮ হাজার ৭শ৯৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার (কলসি) প্রতীক ৩৩ হাজার ৩শ১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেসমিন আক্তার (ফুটবল) প্রতীক ১৭ হাজার ৬শ ৮১ ভোট, পারভীন আক্তার (প্রজাপ্রতি) প্রতীক ৫ হাজার ৬শ৮৪ ভোট ও শাহিন আক্তার সানা (হাঁস) পেয়ছেন ৪ হাজার ৫শ ৮ ভোট।

বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন লোহাগাড়া উপজেলা নির্বাচনের সহকারী রিটার্ণিং অফিসার রাকিবুজ্জামান রেনু। লোহাগাড়ায় ৬১ কেন্দ্রে ১ লাখ ৯০ হাজার ৪শ ৭২ ভোট।

 

পাঠকের মতামত: