মোঃ সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে ঃ উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের উদ্যোগে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উক্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, লোহাগাড়ার মাটি ও মানুষের নেতা জিয়াউল হক বাবুল। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু, ব্যবসায়ী নুরুল ইসলাম, আবদুস শুক্কুর, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন, ছাত্রলীগ নেতা আসলাম আহমদ প্রমুখ।
উক্ত মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৮০ টির মত স্টল স্থান পেয়েছে। মেলায় বিভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও উক্ত মেলায় পাওয়া যাবে দেশি ও বিদেশি নানা রকম পণ্য-সামগ্রী। স্টলগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ।
পাঠকের মতামত: