ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি :: লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার আমিরাবাদ হাছির পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আবদুল খালেক।

নিহত দুই সহোদর মোহাম্মদ জিহাদ (৮) ও আবদুল্লাহ আল তাওহিদ (৪) ওই এলাকার আবদুল গফুরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকলের আগোচরে খেলা করতে গিয়ে তারা বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ বাড়ির লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদেরকে পাওয়া যায়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত: