লোহাগাড়া সংবাদদাতা :: চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঠাকুরদীঘি বাজারে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- পূরবী বাসের চালক মো. হাসান (৩৫), সৌদিয়া বাসের চালক মোহাম্মদ হোসেন (৩৮), এছাড়া বাসের যাত্রী আবদুর রহিম (৩০) মোহাম্মদ টিটু (২২), মো. আব্বাস (৪২), মোহাম্মদ গিয়াস (৩৫), কুলসুমা বেগম (৪৫), এনামুল কবির (৩৪), জোবায়ের উদ্দিন (১২)। তবে কয়েকজনের নাম পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা পূরবী পরিবহন লেন ক্রস করে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনকে সামনে থেকে সজোরে ধাক্কা দিলে মুহূর্তে দুটি বাস দুমড়ে মুচড়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসেন বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কবলিত বাস দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্তধীন।
পাঠকের মতামত: