ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ায় ইউপি সদস্যসহ ৯ জন আটক

লোহাগাড়া প্রতিনিধি ::
চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশিদ (৪৩) প্রকাশ মামুন মেম্বারকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলয়েটসহ ৩ সহযোগীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। সে বড়হাতিয়া হরিদার ঘোনা মিয়াজির পাড়া এলাকার মৃত ফারুক আহমদ চৌধুরীর ছেলে। একইদিন রাতে পৃথক অভিযানে আরো ৫ জনকে গ্রেফতার করা হয়।
গত বুধবার (২৬ জুন) দিবাগত রাতে তাদের আটক করা হয়। লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত অন্যরা হলেন, মামুন মেম্বারের সহযোগি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া হরিদার ঘোনা মিয়াজির পাড়া এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র সাইদুল ইসলাম (২৫) জাকির হোসেনের পুত্র মোহাম্মদ পেয়ারু (৩৩) ও চরম্বা বিবির বিলা এলাকার নুরুল কবিরের পুত্র মো: জমির উদ্দিন (২৮), ৬ মাসের সাজাপ্রাপ্ত পালাতক আসামী রাজঘাটা এলাকার আব্দুল মোতালেবের পুত্র নুরুচ্ছফা(৩৩), চুনতি পান্ত্রিশা এলাকার মৃত জালাল আহমদের পুত্র মো: টিপু সোলতান, চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী চুরির মামলায় আটক হয় বড়হাতিয়া এলাকার আবুল কালাম এর পুত্র নেছার(৩০) ও জালাল আহমদের পুত্র এমরান (২৮)।
লোহাগাড়া থানার ওসি মু: সাইফুল ইসলামের নেতৃত্বেদেন লোহাগাড়া থানার এসআই আব্দুল হত, বিকাশ রুদ্র, আবু বক্কর, ও এএসআই আব্দুল হালিম, শাকিল রানা, শফিউল্লাহসহ সঙ্গীয় ফোর্স।
লোহাগাড়া থানার ওসি মু. সাইফুল ইসলাম বলেন, মাদক নিয়ে আটককৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত ৯ জন আসামীকে আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। লোহাগাড়ায় মাদকের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না।

পাঠকের মতামত: