ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় আটক উখিয়ার ৩ ইয়াবা পাচারকারী

10অনলাইন ডেস্ক :::

কক্সবাজার জেলার উখিয়ার ৩ ইয়াবা পাচারকারীকে লোহাগাড়া থানা পুলিশ আটক করেছে। আটককৃতরা হচ্ছে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ইফতেখার ইসলাম (৩০), একই এলাকার মৃত আবদুর রহিমের পুত্র খাইরুল বশর (৩৩) ও গুরা মিয়ার পুত্র আইয়াজ মিয়া (২৮)। পুলিশ তাদের ব্যবহৃত  বিলাস বহুল কারে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ সোলাইমান পাটোয়ারী জানান, গত ৫ ডিসেম্বর সোমবার রাতে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে লোহাগাড়া চুনতি স্টেশনের একটি অভিজাত হোটেল থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের ব্যবহৃত গাড়ি লোহাগাড়া থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে

পাঠকের মতামত: