ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

লামা রিপোর্টার্স ক্লাবের নব কমিটির অভিষেক

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি ::  বান্দরবানেরন লামা রিপোর্টার্স ক্লাবের নব গঠিত ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনগত রাতে স্থানীয় কুটুম বাড়ি রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় অভিষেক অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল। এতে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ প্রতিনিধি ছিলেন। এ সময় অন্যদের মধ্যে দৈনিক ইত্তেফাক পত্রিকার লামা প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক উজ্জল বড়–য়া ইউছুপ মজুমদার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে অনেক কাজ করছেন। লামা উপজেলা বান্দরবান জেলার একটি স্বনামধন্য উপজেলা। আমাদের রয়েছে পর্যটন সম্ভাবনা সুযোগ। শুধু প্রয়োজন প্রচার ও প্রকাশ। তিনি সকলকে পর্যটন বিকাশে সংবাদ প্রকাশের অনুরোধ করেন। এদিকে অভিষেক অনুষ্ঠানের পরপরই একই মঞ্চে লামা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল ‘বীর চট্টলার কন্ঠ’ পত্রিকার শুভ উদ্বোধন কল্পে কেক কাটা হয়।

পাঠকের মতামত: