ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

লামা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লামা প্রতিনিধি ::  বান্দরবানের লামা উপজেলায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে মো. মীর হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৌরসভা এলাকার লাইনঝিরি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মীর হোসেন লাইনঝিরি গ্রামের বাসিন্দা মো. জামাল উদ্দিনের ছেলে।
সূত্র জানায়, মীর হোসেন পেশায় একজন ইলেকট্রিশিয়ান। শনিবার দুপুর ২টার দিকে মীর হোসেন লাইনঝিরিস্থ একটি বাডীতে কাজ

করার সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারের সংগে জড়িয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মীর হোসেনকে মৃত ঘোষনা করেন।
বিদ্যুত স্পৃষ্ট হয়ে মীর হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকের মতামত: