চকরিয়া অফিস:
লামা ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৯জানুয়ারি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাষ্টার মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর আলম। এতে বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, ক্রীড়া সম্পাদক চৌধুরী প্রকাশ বড়–য়া, বান্দরবান জেলা আওয়ামীলীগর উপদেষ্টা আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামাল। সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন লামা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাথোয়াইছি মার্মা। পরে সর্বসম্মতিক্রমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি পদে নাজেম উদ্দিন, উপ্রা মং মার্মা, শহীদুল্লাহ মিন্টু, মো. শহীদুল ইসলাম, মো. জালাল উদ্দিন ও মো. ছরোয়ার মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ধর্ম চরণ ত্রিপুরা ও মাহমুদুর রহমান শুক্কুর, সাংগঠনিক সম্পাদক পদে শেখ এইচএম আহসান উল্লাহ, থোয়াইহ্লা মার্মা, দপ্তর সম্পাদক পদে বেলাল উদ্দিন, তথ্য ও গবেষণা বিষযক সম্পাদক পদে শেফায়েত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ক্যামরাউ মার্মা, কৃষি বিষয়ক সম্পাদক সুইমরাঅং মার্মা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সরোয়ার আলম নির্বাচিত হন।
পাঠকের মতামত: