ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

লামা ফাঁসিয়াখালী রিপুজীপাড়া স. প্রা. বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ সম্পন্ন

errমোস্তফা কামাল, ডুলাহাজার ঃ

পার্বত্য বান্দরবান জেলাধীন লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ৩নং রিপুজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন ও ক্রীড়া, সাংষ্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হইয়াছে।

এ উপলক্ষে ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টায় উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হোছাইন মামুনের সভাপতিত্বে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য ও লামা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামাল । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র ও লামা উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক জহিরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা মুক্তিকামী বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ অর্জন । স্বাধীনতা একটি জাতির মতামত ও অধিকার প্রতিষ্ঠার প্রধান ক্ষেত্র। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বাধীনতার সংগ্রামের ভাষণে উদ্ধুদ্ধ হয়ে এই দেশের আপামর জনতা পাক বাহিনীর উপর ঝাপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর এ ভাষণকে অস্ত্র হিসাবে বুকে ধারণ করে দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে অর্জন করে আজকের এ স্বাধীনতা। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমরা স্বাধীন বাংলাদেশের প্রকৃত ইতিহাস বুকে লালন করে এ দেশের মাটি ও মানুষকে ভালবাসবে। উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোবাইদা খানমের শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লামা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিন্টু দাশ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোকিছ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা বাজেত মিয়া, ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দীন, ফাঁসিয়াখালী হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীউল হক চৌধুরী, ফাঁসিয়াখালী ইউপি সদস্য নুরুল আবছার, ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মাইনুদ্দীন চৌধুরী, লামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বেলাল উদ্দীন, ফাঁসিয়াখালী ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডা: জুহুর আলী, স্থানীয় মহিলা মেম্বার ও স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আমেনা বেগম, শিক্ষক প্রতিনিধি মাষ্টার এ.কে এম নাছির উদ্দীন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মনোহর আলম, ওমর ফারুক চৌধুরী, আরেফা খানম রিনা, রাশেদা খানম, কুলছুমা বেগম, মহিলা মেম্বার পদপ্রার্থী পিয়ারা বেগম রিনা ও নুর আয়েশা। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাংষ্কৃতিক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্বপালন করেন, এলাকার অন্য স্কুলের শিক্ষক মোহাম্মদ নুর উল্লাহ, শিক্ষক এরশাদুর রহমান, শিক্ষখ সামশুল আলম ও শিক্ষক জয়নাল আবদীন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আসন্ন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী এবং অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ হোছাইন মামুন, উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুবাইদা খানম, সহকারী শিক্ষিকা নাছিমা আক্তার ও সহকারী শিক্ষক মো: রমজান আলী মুন্না। অুনষ্ঠিত সভায় অতিথিরা বক্তব্য শেষে ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতায় বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রী ও অভিবাবকগণ উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হোছাইন মামুন অতিথিদের সামনে বিদ্যালয়ের নানান সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রেখে অনুষ্ঠিত সভা সমাপ্ত ঘোষণা করেন।

পাঠকের মতামত: