ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লামা-চকরিয়া সড়কে ১দিনে ৪ বার ডাকাতি, গুলিবিদ্ধ ৩

dakateমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ::

উপজেলার লামা-চকরিয়া সড়কের কুমারী সাড়ে পাঁচ মাইল নামক এলাকায় শনিবার একদিনেই ৪বার হামলা চালিয়েছে ডাকাতরা। ৪বারের হামলায় ৩জন যাত্রী গুলিবিদ্ধ ও কয়েকটি জীপ, বাস ও মোটর সাইকেল হামলার স্বীকার হয়। গুলিবিদ্ধরা হল, মো. আইয়ুব(৪০), নুরুল কাদের(৩৫) ও এহছান হাবিব (১০)। আহত ২জনকে চকরিয়া ও ১জনকে লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪বারের হামলায় যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও জিনিসপত্র লুট করে।

বিকাল সাড়ে ৩টায় ডাকাতের হামলার স্বীকার মোটর সাইকেল ড্রাইভার মো. জাকের হোসেন( ৩২) বলেন, আমরা চকরিয়া হতে লামা ফেরার পথে লামা-চকরিয়া সড়কের কুমারী সাড়ে পাঁচ মাইল নামক স্থানে ১০/১৫ জনের একটি ডাকাত দল আমাদের গাড়ীর গতিরোধ করে লুট করতে থাকে। সে সময় আরেকটি জীপ গাড়িও তারা লুট করে। আমি ও আরো কয়েকজন দৌড়ে পালিয়ে যেতে থাকলে ডাকাতরা গাধা বন্ধুক থেকে এলোপাতারি গুলি ছৌড়ে। এসময় লামার ফাঁসিয়াখালীর ঠান্ডা ঝিরি এলাকার এহছান হাবিব (১০) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়।

সরজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে (চট্টমেট্রো ক ০২-০৬২৫) ল্যান্ডক্রুজার গাড়িটি লামা থেকে চকরিয়া যাওয়ার পথে একই স্থানে ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা মারধর ও লুট করার সময় কয়েকজন যাত্রী পালিয়ে যেতে চাইলে ডাকাতরা গুলি করলে ২জন গুলিবিদ্ধ হয়। এছাড়া ভোর রাত ৪টায় লামা গামী একটি বিয়ের বাস গাড়িকে উক্ত স্থানে রাস্তায় গাছ ফেলে গতিরোধ করলে বাসটি গাছের উপর দিয়ে জোরে চালিয়ে চলে আসতে সক্ষম হয়। তারও কিছুক্ষণ আগে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার নুরনবী নামে একজনকে মোটর সাইকেল সহ ডাকাতরা অপহরণ করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানায় তার বাবা আবুল কাসেম।

লামা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন ও সেনাবহিনীর ২টি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে পুলিশ ও সেনাবাহিনীর পৃথক অভিযান পরিচালনা করা হবে বলে জানা যায়।

পাঠকের মতামত: