ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

লামায় ৪০ পিচ ইয়াবা সহ আটক ২

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

ব্যবসায়ীর নিকট পাইকারী বিক্রয়ের সময় ৪০পিচ ইয়াবা সহ এক রোহিঙ্গা ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয়রা। বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনুপর বাজার হতে শনিবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টায় তাদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয় জনতা।

আটক কামাল হোসেন (২৭) পিতা- মো. হোচন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। অপরজন মো. রিপন (৩০) পিতা- মো. মোতালেব হোসেন বনপুর এলাকার নুর ইসলামের মেয়ের জামাতা। তার পূর্বের বাড়ি সিলেট জেলায়।

স্থানীয়রা জানায়, প্রায় সময় রোহিঙ্গা কামাল হোসেন বনপুরের রিপনকে ইয়াবা দিয়ে যায়। রিপন এখানে অন্য ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসা করত। আজ আসলে আমরা ফলো করতে থাকি এবং হাতেনাতে ৪০ পিচ ইয়াবা সহ দুইজনকে আটক করি। আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়া হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: