ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

লামায় ১২ শত পিচ ইয়াবা সহ আটক ২

Lama Photo 17.03.17 (2)মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামায় ১২ শত পিচ ইয়াবা সহ ২ যুবককে আটক করেছে বান্দরবান ডিবি পুলিশ ও লামা থানা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় লামা বাজারের একটি হোটেল থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হল লামা পৌরসভা প্যানেল মেয়র মোঃ হোসেন বাদশার ছেলে শাকিব (২৭) ও চকরিয়া উপজেলার বমু বিলছড়ি মাইজ পাড়া এলাকার আব্দুল ছোবাহান এর ছেলে মোঃ মফিজ (২৯)।

বান্দরবান ডিবি পুলিশ জানায়, ক্রেতা সেজে বান্দরবান ডিবি পুলিশের সদস্যরা ইয়াবা ক্রয় করতে আসে। লামা বাজার কুটুমবাড়ি হোটেলের ২য় তলায় বিক্রয়ের সময় ইয়াবা সহ হাতেনাতে আটক করে শাকিব ও মফিজকে। লামা থানার পুলিশ সহ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

অভিযানের নেতৃত্ব প্রদানকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোতাল্লিব ও রাফিকুজ্জামান জানায়, ইয়াবা সহ আটকের জন্য কয়েক ঘন্টা আমরা উৎ পেতে ছিলাম। অবশেষে হাতেনাতে ১২শত পিচ ইয়াবা সহ তাদের ধৃত করি।

পাঠকের মতামত: