ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

লামায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু : আহত ২

Lama-Accident-Death-Photoলামা  প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব নবী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২জন। শুক্রবার বিকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মৃত আইয়ুব নবী আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্র্শী সূত্র জানায়, ঈদ উপলক্ষ্যে আলীকদম থেকে আইয়ুব নবীসহ তিন বন্ধু মোটর সাইকেল যোগে শুক্রবার বিকাল ৩টার দিকে চকরিয়া উপজেলায় বেড়াতে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের (বাস নং- চট্টমেট্টো চ ১৫৭৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি বাসের চাপা পড়লে আইয়ুব নবীসহ তিনজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক আইয়ুব নবীকে মৃত ঘোষনা করেন।

সড়ক দূর্ঘটনায় আইয়ুব নবীর মৃত্যুর সত্যতা লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আজমগীর নিশ্চিত করেন।

পাঠকের মতামত: