ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

লামায় মাতামুহুরী নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

solil somadiলামা প্রতিনিধি ::::
বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীর পানিতে ডুবে সাথোওয়াই উ মার্মা (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নদীর শীলেরতুয়া মার্মা পাড়া এলাকা ঘাটে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। সাথোওয়াই উ মার্মা পৌরসভা এলাকার শীলেরতুয়া পাড়ার বাসিন্দা মৃত অংসা মার্মা।

স্থানীয় সূত্র জানায়, সাথোওয়াই উ মার্মা শনিবার সকাল ৯টার দিকে মাতামুহুরী নদীর শীলেরতুয়া ঘাটে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা মৃতের লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করেন। মাতামুহুরী নদীতে ডুবে সাথোওয়াই উ মার্মার মৃত্যুর সত্যতা লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন নিশ্চিত করেন।

পাঠকের মতামত: