ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

লামায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা

লামা প্রতিনিধি :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা লগ্নে বান্দরবানের লামা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্মৃতি স্ত্েম্ভ ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে-উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

সোমবার সকাল ৬টা ১ মিনিটে ৩১বার তোফধ্বনীর মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী এবং নির্বাহী অফিসার খিন ওয়ান নু। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, লামা পৌরসভার পক্ষ থেকে মেয়র মো. জহিরুল ইসলাম, কামাল উদ্দিন আহমদের নেতৃত্বে বন বিভাগ শ্রদ্ধা জানান।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন- শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, মোহাম্মদ রফিকের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, ফাতেমা পারুলের নেতৃত্বে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ, মো. আমির হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি, মো. আইয়ুবের নেতৃত্বে দুর্নীতি প্রতিরোধ কমিটি।

এছাড়া উপজেলা-পৌর ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল পুস্পমাল্য অর্পন করেন। এরপর একে একে সরকারী বেসরকারী দফতরসমূহ, বিভিন্ন সাংস্কৃতিক- সামাজিক,শ্রমিক সংগঠন সমূহ শ্রদ্ধা জানায়।

পাঠকের মতামত: