ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

লামায় বিষপানে যুবকের আত্মহত্যা

attohottaমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে বিষপানে কামাল হোসেন (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে ইউনিয়নের ৯নং ওয়ার্ড বনপুর এলাকার বাশঁখাইল্লা ঝিরির শফিউল আলমের ছেলে। রবিবার বিকাল ৫টায় এই ঘটনা ঘটে।

বাশঁখাইল্লা ঝিরি এলাকার আবু সুফিয়ান জানান, রবিবার বিকালে পাড়ার উত্তর পাশের জমিনে কামাল হোসেনকে বিষপান করে পড়ে থাকতে দেখে এলাকার কয়েকজন। বিষপান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। মৃতের লাশ বাড়িতে ফিরিয়ে আনা হয়। লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, বিষপানে কামাল হোসেন মারা গেছে শুনে আমি দফদারকে তাদের বাড়িতে পাঠিয়েছি। তবে বিষপানের মুল ঘটনা জানা যায়নি।

পাঠকের মতামত: