ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

লামায় বিষপানে ইউপি সদস্যের মৃত্যু

লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে আবদুছ সালাম (৫০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। আবদুছ সালাম বরিশাল পাড়ার বাসিন্দা মৃত আবদুর রহমানের ছেলে। তিনি লামা সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে গত ১৬ জুলাই আবদুছ সালাম বিষ পান করলে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আবদুছ সালাম মারা যান।

বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় আবদুছ সালামের মৃত্যুর সত্যতা লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন নিশ্চিত করেন।

পাঠকের মতামত: