বান্দরবান প্রতিনিধি :
পার্বত্য বান্দরবানের লামায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৩/১১ কে ভি বিদ্যুত সঞ্চালন উপ-কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীব বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, রাঙ্গামাটি বিদ্যুত বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাশরুফ হোসেন, উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী আব্দুল আজিজ,পাবত্য জেলা পরিষদ সদস্য তিং তিং ম্যাসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও পার্বত্য প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং বিকেলে একটি ধর্মীয় সভা যোগ দেন।
পাঠকের মতামত: